Last Updated: Thursday, January 16, 2014, 19:47
বলিউডে যখন সাইজ জিরো না হলে কাজ মেলাই দুষ্কর, তখনই হঠাত্ আশা জুগিয়েছিলেন ডার্টি সিল্ক। সিল্কের কার্ভস দেখে বুকে বল পেয়েছিলেন একদল পৃথুলা। তারপর থেকেই বলউডে এখন রাজ করছেন তাঁরাই। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের মতো পারফেক্ট ফিগারের সঙ্গে সমানে তাল মেলাচ্ছেন সোনাক্ষি সিনহা, পরিনীতি চোপড়া, হুমা কুরেশিরা।