Last Updated: December 28, 2013 23:42

এই মুহূর্তে ভারতের যুবসমাজের মুখ অরবিন্দ কেজরিওয়াল। দেশবাসী আস্থা রেখেছে তাঁর ওপর। আস্থা রাখল বলিউডও। শপথ গ্রহনের দিন টুইট করলেন তারকারা।
অনুষ্কা শর্মা-অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল, আপ ও দিল্লি। প্রার্থনা করি ও আশা করি প্রতিশ্রুতি মতো কোনও বাধা ছাড়াই কেজরিওয়াল সাফল্যের শিখরে পৌঁছন।
শেখর কপূর-প্রধানমন্ত্রীর(টিভি সিরিজ) শুটিং করছি। কেজরিওয়াবলের বক্তৃতা শুনতে থেমে গেলাম। অনেকের চোখে জল। শুনতে পেলাম `ভারত মাতা কি জয়`! প্রচুর ভালবাসা পাচ্ছেন কেজরিওয়াল।
মধুর ভান্ডারকর-কেজরিওয়াল ও তাঁর দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সোফি চৌধুরি-ঐতিহাসিক দিন! ভাল পরিবর্তনের আশায় রয়েছি।
কবীর বেদী-২০১১ সালের রামলীলা ময়দান থেকে ২০১৩ সালের রামলীলা ময়দান। কেজরিওয়ালের উত্থানের বৃত্ত আজ সম্পূর্ণ হল।
First Published: Saturday, December 28, 2013, 23:42