কেজরিওয়ালে ভরসা রাখছে বলিউডও

কেজরিওয়ালে ভরসা রাখছে বলিউডও

কেজরিওয়ালে ভরসা রাখছে বলিউডও এই মুহূর্তে ভারতের যুবসমাজের মুখ অরবিন্দ কেজরিওয়াল। দেশবাসী আস্থা রেখেছে তাঁর ওপর। আস্থা রাখল বলিউডও। শপথ গ্রহনের দিন টুইট করলেন তারকারা।

অনুষ্কা শর্মা-অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল, আপ ও দিল্লি। প্রার্থনা করি ও আশা করি প্রতিশ্রুতি মতো কোনও বাধা ছাড়াই কেজরিওয়াল সাফল্যের শিখরে পৌঁছন।

শেখর কপূর-প্রধানমন্ত্রীর(টিভি সিরিজ) শুটিং করছি। কেজরিওয়াবলের বক্তৃতা শুনতে থেমে গেলাম। অনেকের চোখে জল। শুনতে পেলাম `ভারত মাতা কি জয়`! প্রচুর ভালবাসা পাচ্ছেন কেজরিওয়াল।

মধুর ভান্ডারকর-কেজরিওয়াল ও তাঁর দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সোফি চৌধুরি-ঐতিহাসিক দিন! ভাল পরিবর্তনের আশায় রয়েছি।

কবীর বেদী-২০১১ সালের রামলীলা ময়দান থেকে ২০১৩ সালের রামলীলা ময়দান। কেজরিওয়ালের উত্থানের বৃত্ত আজ সম্পূর্ণ হল।

First Published: Saturday, December 28, 2013, 23:42


comments powered by Disqus