Last Updated: January 26, 2013 22:49

২০০৮ মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে নিয়ে এবার সিনেমা হতে চলেছে বলিউডে। হেডলির জীবন নিয়ে তৈরি হতে চলা এই সিনেমা প্রযোজনা করতে চলেছেন সুনীল ভোরা। মহেশ ভাটের ছেলে রাহুল ভাটের লেখা বই `হেডলি অ্যান্ড আই` নামক বইটি থেকে এই সিনেমা তৈরি হবে। প্রযোজক এই বিষয়ে মুখ খুলতে না চাইলেও শোনা যাচ্ছে হেডলির চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক হয়ে গেছে।
ছবি হিট করার নতুন এক ফর্মুলা সন্ধান পেয়েছে বলিউড। সেই ফর্মুলা নিয়ে বেশ মেতে বলিউডের প্রযোজক-পরিচালকরা। সেক্স-প্রেম-ভালবাসার চেনা ছকের বাইরে বেরিয়ে দেশকে নাড়িয়ে দেওয়া বাস্তব ঘটনা অথবা ব্যক্তিকে নিয়ে ছবি তৈরি এখন লেটেস্ট ট্রেন্ড। ২৬-১১ মুম্বই হামলা নিয়ে ক মাসের মধ্যেই সিনেমা `দি অ্যাটকস অফ ২০০৮` মুক্তি পেতে চলেছে। এরপর আবার বড় পর্দায় ২৬/১১। এবার ছবির গল্পে সেই দিনের খলনায়কের জীবনকাহিনি।
First Published: Saturday, January 26, 2013, 22:49