Last Updated: Saturday, January 26, 2013, 22:49
২০০৮ মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে নিয়ে এবার সিনেমা হতে চলেছে বলিউডে। হেডলির জীবন নিয়ে তৈরি হতে চলা এই সিনেমা প্রযোজনা করতে চলেছেন সুনীল ভোরা। মহেশ ভাটের ছেলে রাহুল ভাটের লেখা বই `হেডলি অ্যান্ড আই` নামক বইটি থেকে এই সিনেমা তৈরি হবে। প্রযোজক এই বিষয়ে মুখ খুলতে না চাইলেও শোনা যাচ্ছে হেডলির চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক হয়ে গেছে।