কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো

কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো

কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো বছরের প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধ কী রয়েছে বলিউডের ঝুলিতে? চোখ রাখুন ১ ডজন বলিউডে-

১.ববি জাসুস
মুক্তি-৪ জুলাই, ২০১৪

ইউএসপি-জবরদস্ত প্রচারে এরমধ্যেই হিট ববি জাসুস। আশা করা হচ্ছে কাহানির পর এই ছবি দিয়েই আবার বলিউডে ফিরবে বিদ্যা ম্যাজিক। ছবিতে বিদ্যার ১২টা আলাদা লুক নিয়ে এই মধ্যেই উত্তেজনার পারদ চরমে। বিপরীতে নবাগত আলি ফজল।

২.লেকর হম দিওয়ানা দিল
মুক্তি-৪ জুলাই, ২০১৪

ইউএসপি-এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন কপূর পরিবারের নবতম সদস্য আরমন জৈন। রাজ কপূরের নাতি আরমন। সঙ্গে আরও এক নতুন মুখ দীক্ষা শেঠ। ছবি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলির ভাই আরিফ আলি। করিশমা, করিনা, রনবীরের পর বক্সঅফিসে আরমন ম্যাজিক দেখতে উত্‍সুক দর্শক।

৩.হাম্পটি শর্মা কি দুলহনিয়া
মুক্তি-১১ জুলাই, ২০১৪

ইউএসপি-নতুন প্রজন্মের তরতাজা জুটি বরুণ ধবন ও আলিয়া ভট। বক্সঅফিসে এরমধ্যেই ১০০ কোটির শিবিরের টিকিট বুক করে ফেলেছে ছবি। করণ জোহর প্রযোজিত হাম্পটি শর্মা কি দুলহনিয়া ট্রেলরেই মনে করিয়ে দিয়েছে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। ছবির গানও হিট।
কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো
৪.কিক
মুক্তি-২৫ জুলাই, ২০১৪

ইউএসপি-জুলাই শুধুই নতুন প্রজন্মের নয়। ইদ মানেই সলমন। মুক্তি পাবে সল্লু মিঞার ছবি কিক। সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ডিরেক্টরিয়াল ডেবিউ। ছবির প্রথম মু্কিপ্রাপ্ত গান `জুম্মে কি রাত` এরমধ্যেই হিটলিস্টে। গত তিন বছরে ইদ রিলিজ ওয়ান্টেড, দাবাং, এক থা টাইগার দিয়ে বক্সঅফিস কাঁপানো সলমনের রেকর্ড এবারও অটুট থাকবেই মনে হচ্ছে।

৫.সিংঘম রিটার্নস
মুক্তি-১৫ অগাস্ট, ২০১৪

ইউএসপি-স্বাধীনতা দিবস এবার বুক করে ফেলেছেন অজয় দেবগন। সিংঘমের সাফল্যের পর সিংঘম রিটার্নস নিয়ে স্বভাবতই আশাবাদী বলিউড। বিয়ের পর প্রথম হিটের আশায় করিনা কপূর। চেন্নাই এক্সপ্রেসের ব্লকবাস্টার সাফল্যের পর ক্লাউড নাইনে পরিচালক রোহিত শেঠিও।

৬.মর্দানি
মুক্তি-২২ আগাস্ট, ২০১৪

ইউএসপি-খান ব্রিগেড আর নতুন মুখের ভিরে উত্তেজনা ছড়াচ্ছে রানি মুখার্জির কামব্যাকও। বিয়ের পর কামব্যাক করছেন রানি। আদিত্য চোপড়া প্রযোজিত ছবি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। এই ছবিতে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে রানিকে। ট্রেলরেই আশা জুগিয়েছেন যশ চোপড়ার পুত্রবধূ।
কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো
৭.দাওয়াত-এ-ইশক
মুক্তি-৫ সেপ্টেম্বর, ২০১৪

ইউএসপি-সেপ্টেম্বরের শুরুতেই খাদ্যরসিকদের জন্য একদম অন্য স্বাদের ছবি নিয়ে দাওয়াত-এ-ইশক। যশরাজ ব্যানারের ছবিতে পরিনীতি চোপড়াকে দেখা যাবে সেলসগার্লের ভূমিকায়। পণপ্রথার শিকার হয়ে প্রেমে বিশ্বাস হারানো পরিনীতি প্রেমে পড়বেন লক্ষ্ণৌর বাবুর্চি আদিত্য রয় কপূরের। পরিচালক হাবিব ফজলের দাবি একেবারে হটকে রোম্যান্স দেখবেন দর্শক।

৮.ফাইন্ডিং ফ্যানি
মুক্তি-১২ সেপ্টেম্বর, ২০১৪

ইউএসপি-একই দিনে অনুষ্কা শর্মা প্রযোজিত, অভিনীত এনএইচটেন মুক্তি পেলেও এগিয়ে রয়েছে দীপিকা পাডুকোন, অর্জুন কপূরের ফাইন্ডিং ফ্যানি। গত বছরে চারটে ১০০ কোটির হিট দেওয়ার পর দীপিকাই ছবির ইউএসপি। হোমি আদজানিয়া পরিচালিত ছবিতে রয়েছেন পঙ্কজ কপূর, ডিম্পল কাপাডিয়া, নাসিরুদ্দিন শাহ।

৯.হ্যাপি নিউ ইয়ার
মুক্তি-অক্টোবর

ইউএসপি-ইদ সলমনের তো দিওয়ালি শাহরুখের। নিয়ম মতোই দিওয়ালিতে আসছেন কিং খান। বহু প্রতিক্ষীত ছবি হ্যাপি নিউ ইয়ার। লিডিং লেডি দীপিকা পাডুকোন। পরিচালক ফারহা খান, প্রযোজক গৌরি খান। ছবির ভবিষ্যত্‍ বলে দেবে ইতিহাস। ফিরে যেতে হবে ২০০৭ সালে। ৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ওম শান্তি ওমই বলে দিচ্ছে কী হবে এবারও।
কী রয়েছে এবছর বলিউডের ঝুলিতে? পড়ুন ১ বলিউডের এবার বারো
১০.ব্যাং ব্যাং
মুক্তি-২ অক্টোবর

ইউএসপি-ডিভোর্স, অসুস্থতা কাটিয়ে ফিরছেন হৃতিক। কামব্যাক উইথ আ ব্যাং। সঙ্গে ক্যাটরিনা কাইফ। ছবির পোস্টারেই ব্যাং করেছেন হৃতিক।

১১.বম্বে ভেলভেট
মুক্তি- ২৮ নভেম্বর, ২০১৪

ইউএসপি-এবার পালা রনবীরের। সঙ্গে অনুষ্কা শর্মা। আর অনুরাগ কাশ্যপ মানেই দর্শক মুগ্ধ। ঐতিহাসিক জ্ঞান প্রকাশের মুম্বই ফেবলের ও তৈরি ছবিতে রয়েছে ভালবাসা, লোভ, হিংসা ও জ্যাজ মিউজিকের গল্পো। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর ও বিক্রমাদিত্য মোতওয়ানে। ছবিতে কামব্যাক করছেন রবিনা টন্ডন। চরিত্রের প্রয়োজনে অনুষ্কা শর্মার লিপ জব এরমধ্যেই উত্‍সাহ বাড়িয়েছে দর্শকদের।

১২.পিকে
মুক্তি- ১৯ ডিসেম্বর, ২০১৪

ইউএসপি-লাস্ট বাট নট দ্য লিস্ট। বিশ্বাস করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ডিসেম্বর মানেই বক্সঅফিস আমিরের। রাজকুমারের হিরানির ছবিতে আমিরের লুক নিয়ে এরমধ্যেই চর্চা চরমে। চর্চায় আমির-অনুষ্কার দীর্ঘ চুমুও। ছবিতে রয়েছেন সুশান্ত সিং রাজপুতও।

First Published: Thursday, July 3, 2014, 21:25


comments powered by Disqus