Last Updated: Friday, April 20, 2012, 19:52
স্বভূমের `বক্স অফিসে` ভূতের তাণ্ডব চালানোর পর চৌধুরী বাড়ির ভূতেরা এবার মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরু অভিযানে চলেছে। অনীক দত্তর `ভূতের ভবিষ্যৎ` খুব তাড়াতাড়ি রিলিজ করবে এই তিন শহরে। আগামী সপ্তাহেই মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে রিলিজ করছে এই ছবি। দিল্লি ও বেঙ্গালুরুর বাঙালিদের অবশ্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।