বলিউড ওয়াক অফ্ ফেম, Bollywood Walk of Fame

বলিউড ওয়াক অফ্ ফেম

বলিউড ওয়াক অফ্ ফেমহলিউডের মত এবার "বলিউড ওয়াক অফ্ ফেম"। ইউটিভির প্রয়াসে প্রথম "বলিউড ওয়াক অফ্ ফেম" তৈরি হতে চলেছে মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল বান্দ্রা অঞ্চলে। প্রায় ৬০ জন জনপ্রিয় বলিউড তারকার হাতের ছাপ টালির ফলকের ওপর নিয়ে তৈরি করা হবে দর্শকদের যাত্রাপথ। তবে কোন কোন সেলেব্রিটির হাতের ছাপ নিয়ে তৈরি হবে বলিউডের প্রথম ওয়াক অফ্ ফেম সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ ইউটিভি কর্তৃপক্ষ। এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারী মাসেই সাধারণের জন্য খুলে যাবে "বলিউড ওয়াক অফ্ ফেম"।


First Published: Friday, November 25, 2011, 18:10


comments powered by Disqus