Last Updated: Friday, November 25, 2011, 18:10
লিউডের মত এবার "বলিউড ওয়াক অফ্ ফেম"। ইউটিভির প্রয়াসে প্রথম "বলিউড ওয়াক অফ্ ফেম" তৈরি হতে চলেছে মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল বান্দ্রা অঞ্চলে। প্রায় ৬০ জন জনপ্রিয় বলিউড তারকার হাতের ছাপ টালির ফলকের ওপর নিয়ে তৈরি করা হবে দর্শকদের যাত্রাপথ।