Last Updated: December 30, 2013 11:05

প্রায় ৭ ঘণ্টা পর স্বভাবিক হল উত্তর বঙ্গে ট্রেন চলাচল। বিহারের বারসইয়ের কাছে রেল লাইনে বোমা উদ্ধার। আজমগড়-মুকুরিয়ার মাঝে রেললাইন থেকে চারটি বোমা উদ্ধার হয়। বোমাতঙ্কে আটকে যায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্থানীয় বাসিন্দারা প্রথম বোমাটি দেখতে পান। খবর দেন রেলের কর্মীদের। কর্মীরা বোমা সরাতে গেলে দুটি বোমা ফেটে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।
কাটিহার থেকে ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড। এই ঘটনার জেরে আটকে ছিল হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস, এনজেপি গামী পদাতিক এক্সপ্রেস, এনজেপি গামী দার্জিলিং মেল। আটকে রাধিকাপুর এক্সপ্রেসও। উত্তরবঙ্গের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল। ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
First Published: Monday, December 30, 2013, 13:22