Barsai - Latest News on Barsai| Breaking News in Bengali on 24ghanta.com
উত্তর বঙ্গে স্বাভাবিক হল ট্রেন চলাচল, বিহারের বারসইয়ের কাছে রেল লাইনে বোমা উদ্ধার

উত্তর বঙ্গে স্বাভাবিক হল ট্রেন চলাচল, বিহারের বারসইয়ের কাছে রেল লাইনে বোমা উদ্ধার

Last Updated: Monday, December 30, 2013, 11:05

প্রায় ৭ ঘণ্টা পর স্বভাবিক হল উত্তর বঙ্গে ট্রেন চলাচল। বিহারের বারসইয়ের কাছে রেল লাইনে বোমা উদ্ধার। আজমগড়-মুকুরিয়ার মাঝে রেললাইন থেকে চারটি বোমা উদ্ধার হয়। বোমাতঙ্কে আটকে যায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্থানীয় বাসিন্দারা প্রথম বোমাটি দেখতে পান। খবর দেন রেলের কর্মীদের। কর্মীরা বোমা সরাতে গেলে দুটি বোমা ফেটে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।