Last Updated: March 14, 2014 23:39
লোকাল ট্রেনে সফর করে মুম্বইয়ে সাড়া ফেলে দিয়েছেন আপ নেতা কেজরিওয়াল। এরাজ্যই বা কম যায় কোথায় ? লোকাল ট্রেনে সটান উঠে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী কে ডি বিশ্বাস। প্রত্যেক যাত্রীর কাছে গিয়ে হাত জোড় করে ভোট চাইলেন।
কারও সঙ্গে হাত মেলালেন,কারও বা পিঠে হাত রেখে ভোট দিতে অনুরোধ করলেন। বিজেপি প্রার্থীর এই অভিনব প্রচার দেখে খুশি ট্রেন যাত্রীরাও। শুধু ট্রেনে প্রচার সেরেই থামলেন না কে ডি বিশ্বাস। প্ল্যাটফর্মেও ঘুরে ঘুরে ভোট চাইলেন। মাঝে কর্মী সমর্থকদের নিয়ে চায়ে চুমুক দিয়ে গলাও ভিজিয়ে নিলেন।
First Published: Friday, March 14, 2014, 23:39