Bongaon - Latest News on Bongaon| Breaking News in Bengali on 24ghanta.com
কেজরিওয়াল কায়দায় লোকাল ট্রেনে প্রচার বনগাঁর বিজেপি প্রার্থীর

কেজরিওয়াল কায়দায় লোকাল ট্রেনে প্রচার বনগাঁর বিজেপি প্রার্থীর

Last Updated: Friday, March 14, 2014, 23:39

লোকাল ট্রেনে সফর করে মুম্বইয়ে সাড়া ফেলে দিয়েছেন আপ নেতা কেজরিওয়াল। এরাজ্যই বা কম যায় কোথায় ? লোকাল ট্রেনে সটান উঠে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী কে ডি বিশ্বাস। প্রত্যেক যাত্রীর কাছে গিয়ে হাত জোড় করে ভোট চাইলেন।