Last Updated: May 6, 2013 18:26

কর্মীদের জন্য এবার জুতো পালিসের মেশিন বসল মহাকরণে। সকাল থেকেই পূর্ত দফতরের বসানো এই নতুন মেশিনের সামনে ভিড় জমিয়েছেন বিভিন্ন দফতরের কর্মীরা। আপাতত এ রকম দুটি মেশিন বসানো হয়েছে মহাকরণে। একটি মেশিন বসেছে সিএম করিডোরের বাইরে, অন্যটি ২ নম্বর ব্লকে।
বিনাপয়সায় এই স্বয়ংক্রিয় মেশিনে চকচকে হয়ে উঠবে কর্মীদের জুতো। মেশিনের আকর্ষণে সপ্তাহের প্রথম দিনে রীতিমতো শিকেয় উঠেছে মহাকরণের কাজকর্ম। তবে মেশিনগুলি বসাতে কত খরচ হয়েছে তা নিয়ে এখনও কিছু জানায়নি পূর্ত দফতর।
First Published: Monday, May 6, 2013, 18:26