Last Updated: Monday, May 6, 2013, 18:26
কর্মীদের জন্য এবার জুতো পালিসের মেশিন বসল মহাকরণে। সকাল থেকেই পূর্ত দফতরের বসানো এই নতুন মেশিনের সামনে ভিড় জমিয়েছেন বিভিন্ন দফতরের কর্মীরা। আপাতত এ রকম দুটি মেশিন বসানো হয়েছে মহাকরণে। একটি মেশিন বসেছে সিএম করিডোরের বাইরে, অন্যটি ২ নম্বর ব্লকে।