প্যারিস মাস্টার্সের ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-কুরেশি, Bopanna-Qureshi lifts Paris Masters

প্যারিস মাস্টার্সের ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-কুরেশি

প্যারিস মাস্টার্সের ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-কুরেশিপ্যারিস মাস্টার্সের ডাবলস চ্যাম্পিয়ন হল বোপান্না-কুরেশি জুটি। ফাইনালে বেনেটিউ-মাহুত জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল বোপান্না-কুরেশি জুটি। খেলার ফল ৬-২, ৬-৪ জুটি। মাত্র পঁয়ষট্টি মিনিটের লড়াইয়ে খেতাব জিতে নেয় ইন্দো-পাক জুটি। এই মরসুমে এই নিয়ে তৃতীয় টুর্নামেন্ট জিতল তাঁরা।

First Published: Sunday, November 13, 2011, 22:33


comments powered by Disqus