Last Updated: Monday, November 5, 2012, 08:42
বহু বিতর্কের পর ভূপতি-বোপান্নার ঝুলিতে অবশেষে ট্রফির দেখা মিলল। প্যারিস মাস্টার্স জিতলেন মহেশ
ভূপতি-রোহন বোপান্না জুটি। এই মরসুমে এটি তাঁদের দ্বিতীয় খেতাব। তবে জয়ের পথ মোটেই সুগম হয়নি এই
ভারতীয় জুটির। প্রথম সেটে ছবার ব্রেক পয়েন্ট খুইয়ে শেষপর্যন্ত টাইব্রেকারে জয় অর্জন করেন তাঁরা।