Last Updated: March 20, 2014 21:57

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌছে গেল বরুশিয়া ডর্টমুন্ড। হোম ম্যাচে জেনিটের কাছে এক-দুই গোলে হেরে গেল গতবারের রানার্স আপরা। প্রথম লেগে চার-দুই গোলে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌছল ডর্টমুন্ড।
দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে উঠল জার্মানির এই চ্যাম্পিয়ন ক্লাবটি। ম্যাচের ষোল মিনিটেই অসাধারাণ গোল করে জেনিটকে এগিয়ে দেন ব্রাজিলিয় ফুটবলার হাল্ক। খেলার আটত্রিশ মিনিটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান অধিনায়ক সেবাস্তিয়ান কেল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে জয়সূচক গোলটি করেন জোস রনডন। এই নিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌছল ডর্টমুন্ড।
First Published: Thursday, March 20, 2014, 21:57