Last Updated: Monday, March 10, 2014, 23:04
এফ এ কাপ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে হারিয়ে এফ এ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল উইগান অ্যাথলেটিক। গত বছর এফ এ কাপের ফাইনালে উইগানের কাছে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে। তাই রবিবারের ম্যাচ ছিল পেলেগ্রিনির দলের কাছে বদলার ম্যাচ।