ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল স্কুল ছাত্রকে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল স্কুল ছাত্রকে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল স্কুল ছাত্রকেপ্রাণ দিয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করার মাশুল গুনতে হল স্কুল ছাত্রকে। মর্মান্তিক ঘটনা নদিয়ার ফুলিয়ার। স্কুলের ভিতর ঢুকে একাদশ শ্রেণির ছাত্রকে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

স্কুলে পরীক্ষা চলছিল। বুধবার ছিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। অন্যান্যদিনের মতোই পরীক্ষা শেষে জল খেতে বেরিয়েছিল ফুলিয়া বিদ্যামন্দিরের একাদশ শ্রেণির ছাত্র অজয় ঘোষ। আচমকাই মাথা লক্ষ্য করে ছুটে এল বুলেট। মাটিতে লুটিয়ে পড়ল অজয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই যুবক অজয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। কিন্তু, কেন বুলেটের শিকার হতে হল একাদশ শ্রেণির অজয়কে? ঘটনার সূত্রপাত দিন দুই আগে। পাড়ারই দুই স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল অজয়ের। ওই দুই ছাত্রীকে লক্ষ্য করে প্রায়ই কটুক্তি করত কয়েকজন যুবক। দুদিন আগে প্রতিবাদ করেছিল অজয়। সেজন্য হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে। এমনকি মারধরও করা হয় । স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য জানিয়েছেন, ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই অজয়কে প্রাণ দিতে হল ।

প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

First Published: Wednesday, March 26, 2014, 21:33


comments powered by Disqus