Last Updated: June 14, 2012 18:13

কিংবদন্তী সেতার-শিল্পী রবিশঙ্কর-তনয়া অনুষ্কার জন্মদিনের পার্টিতে সুদুর আমেরিকা থেকে লন্ডন উড়ে এলেন হলিউডের হট জুটি আঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট। গত ৯ জুন জন্মদিন ছিল অনুষ্কার। পার্টিতে ব্রাঞ্জেলিনার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরপারের বেশ কিছু তারকারাও। অভিভূত অনুষ্কা মিডিয়াকে জানান, "অ্যাঞ্জেলিনা খুবই আন্তরিক। ব্যাডের সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ১১ বছর বয়সে আমার একবার ব্যাডের সঙ্গে দেখা হয়েছিল। সেকথাও ওঁকে বললাম।"
ব্যাঞ্জেলিনা ছাড়াও জুড ল, অ্যারন জনসন, স্যাম টেলর-উডের মতো তারকারা উপস্থিত ছিলেন পার্টিতে। দীর্ঘ ৬ মাসের সফর সেরে ফিরে আপাতত লন্ডনে পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান অনুষ্কার। সদ্য ৩১ পূর্ণ করা রবি তনয়ার স্বীকারোক্তি, "এজিং ইস ওয়ান্ডারফুল সো ফার!"
First Published: Thursday, June 14, 2012, 18:20