Last Updated: Thursday, June 14, 2012, 18:13
কিংবদন্তী সেতার-শিল্পী রবিশঙ্কর-তনয়া অনুষ্কার জন্মদিনের পার্টিতে সুদুর আমেরিকা থেকে লন্ডন উড়ে এলেন হলিউডের হট জুটি আঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট। গত ৯ জুন জন্মদিন ছিল অনুষ্কার। পার্টিতে ব্রাঞ্জেলিনার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরপারের বেশ কিছু তারকারাও।