Bradhawan accident

বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় চিকিৎসক সহ মৃত্যু ৩

বর্ধমানের বেচারহাটে গাড়ি দুর্ঘটনায় দুই চিকিতসক-সহ মৃত্যু হল তিনজনের। পরিজনদের নিয়ে কলকাতার মানিকতলা থেকে মাইথন যাচ্ছিলেন দুই চিকিত্‍সক অমিত মুখার্জি ও গার্গি দাস। বেচারহাটের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি।

গাড়িটি নিয়ন্ত্রণহারিয়ে পথের পাশে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচ আরোহীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Sunday, March 23, 2014, 19:31


comments powered by Disqus