Last Updated: Sunday, March 23, 2014, 19:31
বর্ধমানের বেচারহাটে গাড়ি দুর্ঘটনায় দুই চিকিতসক-সহ মৃত্যু হল তিনজনের। পরিজনদের নিয়ে কলকাতার মানিকতলা থেকে মাইথন যাচ্ছিলেন দুই চিকিত্সক অমিত মুখার্জি ও গার্গি দাস। বেচারহাটের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি।