Last Updated: December 12, 2013 15:35

বিতর্কিত মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর দাবি, মার্কস, লেনিন এখন আর কোনও চর্চার মধ্যে নেই।
রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে তিনি বলেন, পঞ্চাশের দশকে মার্কস, লেনিন এই শব্দগুলো প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন আর তারা কোনও চর্চার মধ্যে নেই।
এখন উঠে আসছে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকান্দ ও রামকৃষ্ণ দেবের নাম, যে নামগুলো চিরন্তন। অনুষ্ঠান শেষে অবশ্য শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রাসঙ্গিকতা হারানোর বিষয়টি বলেননি। বরং তিনি সমান্তরাল চর্চার কথা বলেছেন।
দেখুন ব্রাত্য বসু ঠিক কী বললেন
ক্লিক করুন এখানে(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Thursday, December 12, 2013, 15:46