Last Updated: Monday, February 24, 2014, 21:56
ইউরোপীয় ইউনিয়ন না রাশিয়া, কোন পথে ইউক্রেনের ভবিষ্যত? বিদ্রোহের শুরুটা হয়েছিল সেই রাশিয়ার বিরোধিতা দিয়েই। এবারে সেই রাশিয়া প্রশ্নেই যেন দ্বিধাবিভক্ত গোটা দেশ। রুশবিরোধী বিদ্রোহ শেষে এবারে পথে নেমেছেন ক্রেমলিনের সমর্থক ইউক্রেনিয়ানরাও।