Last Updated: March 4, 2012 19:12

পুলিসের পর এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্টো সুর শোনা গেল তাঁর মন্ত্রিসভারই এক সদস্যের গলায়। যে কোনও উপায়ে ধর্মঘট বন্ধ করতে মরিয়া মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন না-আসার অধিকার সবার আছে।
ধর্ষণকাণ্ড নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিসের বয়ানের পার্থক্য সামনে এসেছিল। এবার ধর্মঘটের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ উল্টো সুরে সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী আগেই জনিয়ে দিয়েছিলেন, ধর্মঘটের দিন কাজে যাঁরা আসেননি তাঁদের ব্রেক অফ সার্ভিস হতে পারে। রবিবার ব্রাত্য বসু বলেন, তিনি অনুপস্থিত কর্মীদের চিহ্নিত করতে কোনও তালিকা চেয়ে পাঠাননি। ধর্মঘটের দিন অফিসে আসা বা না-আসার অধিকার কর্মীদের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার মৌলানা আজাদ কলেজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আগামী সপ্তাহেই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এর বিজ্ঞপ্তি জারি করা হবে। ব্রাত্য বসুর দাবি, অর্থমন্ত্রক ইতিমধ্যেই এ বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে অবসরের বয়স ৬৫ করার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন
তিনি।
First Published: Monday, March 5, 2012, 10:02