Last Updated: March 29, 2014 00:05
ঘরের মাঠে এখনও পর্যন্ত কোনওদিন বিশ্বকাপ জয় হয়নি। আফশোস রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তাই নেইমার,হাল্ক,ডেভিড সিলভারা যাতে এই স্বপ্নপূরণ করেন,তার জন্য কোনও খামতি রাখছে না ব্রাজিলের ফুটবল ফেডারেশন। টেরেসোপোলিসে তৈরি করা হয়েছে ব্রাজিল দলের জন্য অত্যাধুনিক ট্রেনিং সেন্টার।
কি নেই সেখানে! মাঠ,জিম,সুইমিং পুল তো রয়েইছে। সঙ্গে রয়েছে ফুটবলারদের থাকার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে ব্রাজিল কোচ স্কোলারি খুশি,এরকম দারুন পরিকাঠামোয় বিশ্বকাপের প্রস্তুতি করতে পারবেন ভেবে। এই ট্রেনিং সেন্টারেই নাকি হবে বিশ্বকাপের জন্য ব্রাজিল ফুটবলের অস্ত্র শানানোর কাজ।বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর একাশি দিন বাকি। বিশ্বকাপকে ঘিরে চড়ছে পারদ। প্রস্তুতি হিসাবে ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে চলছে শেষ তুলির টান। পিছিয়ে নেই সেদেশের এয়ারফোর্সও। ঠিক করা হয়েছে ফুটবল স্টেডিয়ামের পার্শবর্তি এলাকাগুলি নো ফ্লাইং জোন ঘোষণা করা হবে। যার মানে খেলা চলাকালীন স্টেডিয়ামের উপর দিয়ে কোনও বিমান যেতে পারবে না। খেলা শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে স্টেডিয়ামের উপর দিয়ে বিমান যাওয়া নিষেধ থাকবে। খেলা শেষ হওয়ার চার-পাঁচ ঘন্টা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। মূলত জঙ্গি আক্রমণ আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু জঙ্গি হানা হলে পাল্টা আক্রমণ করতে পারবে না ব্রাজিল এয়ারফোর্স। তবে ব্রাজিল সরকারকে এই নিয়ম পরিবর্তন করার আবেদন জানিয়েছেন সেদেশের এয়ারফোর্স।
First Published: Saturday, March 29, 2014, 00:05