Last Updated: Monday, November 12, 2012, 20:43
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি। চলতি বছরে ৭৬ গোল করা হয়ে গেল
আর্জেন্টিনীয় সুপারস্টারের। ১৯৫৮ সালে ৭৫ গোল করেছিলেন পেলে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড
থেকে আর মাত্র ৯ গোল দূরে লিও মেসি। মেসির জোড়া গোলের সৌজন্যেই মায়োরকাকে ৪-২ গোলে হারাল লিগ
শীর্ষে থাকা বার্সেলোনা।