Last Updated: July 20, 2013 16:43

ফুটবলের দেশের স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ফাইনাল চাক্ষুষ করতে চান? তাহলে শুনে রাখুন আগামী বছরের বিশ্বকাপ দেখতে হলে পকেটে আরও বেশি জোর থাকতে হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় স্টেডিয়াম মারাকানায় বসে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে খরচ করতে হবে অন্তত ২৬ হাজার টাকা (৪৪০ ডলার)। তবে সবচেয়ে ভাল জায়গা থেকে ফাইনালের আনন্দ নিতে হলে খরচ করতে হবে প্রায় ৫৯ হাজার টাকা (৯৯০ ডলার)।
টিকিট বিক্রি শুরু ২০ অগাস্ট থেকে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বিক্রি হবে। চার লক্ষ টিকিট ব্রাজিলের সাধারণ মানুষ, আর ৫০ হাজার টিকিট স্টেডিয়াম তৈরিতে নিযুক্ত শ্রমিকদের জন্য রাখা হবে। আগামী বিশ্বকাপের টিকিটের গড়মূল্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিটের চেয়ে ১০ শতাংশ বেশি। প্রথম পর্যায়ে টিকিট বিক্রি হবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট ছিল ২০ ডলার।
৩২টি দলের গ্রুপ পর্যায়ের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ার পর আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে। তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল। ফিফা জানায়, কর্পোরেট গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকবে ৪ লাখ ৫০ হাজার টিকিট।
আগামী বিশ্বকাপে প্রায় ৩০ লাখ টিকিট ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। ১২টি স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়ার পর টিকিটের চূড়ান্ত সংখ্যা বলা যাবে বলে ফিফা জানায়। বিশ্বকাপ আয়োজনের জন্য ব্রাজিল খরচ করবে প্রায় এক হাজার ৪০০ কোটি ডলার।
বিশ্বকাপের ফাইনালে এর আগে টিকিটের এত দাম করা হয়নি। আয়োজকরা বলছেন, মারাকানার মত মাঠে ফাইনাল দেখতে হলে এটুকু খরচ করতে হবেই। প্রসঙ্গত, আগামী বছর ১৩ জুলাই হবে এই ফাইনাল ম্যাচ। ব্রাজিল বিশ্বকাপের টিকিটে তিনটি স্তর করা হয়েছে। ফাইনালে ম্যাচে ক্যাটাগরি ওয়ানের টিকিটের দাম ৫৯ হাজার টাকা (৯৯০ ডলার), ক্যাটাগরি টু-এর টিকিটির দাম ৬৬০ ডলার আর ক্যাটাগরি থ্রি-এর টিকিটের মূল্য ৪৪০ ডলার।
সবচেয়ে কম দামে টিকিট কেনা যাবে ১৫ ডলারে। ব্রাজিলের শিক্ষার্থী, ষাটোর্ধ্ব ব্যক্তি আর কিছু সামাজিককর্মসূচির সদস্যরা এ টিকিট কেনার সুযোগ পাবেন। ব্রজিলের সাধারণ দর্শকরা টিকিট কিনতে পারবে সর্বনিম্ন ৩০ ডলারে। এক সঙ্গে চারটি টিকিটের বেশি কেনা যাবে না। সর্বাধিক সাতটা ম্যাচের টিকিট একজন কিনতে পারবেন।
উদ্বোধনী ম্যাচে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৪৯৫ ডলার। গ্রুপ ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৯০ ডলার।
First Published: Saturday, July 20, 2013, 16:43