Last Updated: Wednesday, September 11, 2013, 10:13
আগামী বছর ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করে ফেলল আর্জেন্টিনা। বুধবার প্যারাগুয়েকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়ে গেলেন মেসিরা। যোগ্যতাঅর্জন পর্বের দুটো ম্যাচ বাকি থাকতেই যোগ্যতাঅর্জন করে ফেলল আলেকজান্দ্রো সাবেলার দল। আয়োজক দেশ হিসাবে ব্রাজিলকে বাদ দিলে দক্ষিণ আমেরিকা থেকে মেসিরাই প্রথম যারা ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেলেন। ১৯৫৪ , ১৯৭০ এই দুটি বিশ্বকাপ ছাড়া আর্জেন্টিনা প্রতিটি বিশ্বকাপেই খেলার যোগ্যতাআর্জন করেছে। তবে ১৯৩৮ ও ১৯৫০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা।