মোহনবাগান ছাড়ছেন ব্যারেটো

মোহনবাগান ছাড়ছেন ব্যারেটো

মোহনবাগান ছাড়ছেন ব্যারেটোমোহনবাগানের সবুজ-মেরুন জার্সি ছেড়ে এবার ভবানীপুরের জার্সি গায়ে চাপাতে চলছেন হোসে রামিরেজ ব্যারেটো। বুধবার ভবানীপুর ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা সারেন মোহনবাগানের ব্রাজিলীয় স্ট্রাইকার। শোনা যাচ্ছে ভবানীপুরে খেলার ব্যাপারে নাকি সম্মতিও জানিয়েছেন তিনি। যদিও সরকারীভাবে এখনও চুক্তি করেননি মোহনবাগান অধিনায়ক।

১৯৯৯ সালে গ্রেমিও থেকে মোহনবাগানে এসেছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। তারপর মালয়েশিয়া আর মহিন্দ্রা ঘুরে ২০০৬ সালে আবার মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর টানা ৬ মরসুম সবুজ-মেরুন জনতার শীত-গ্রীষ্ম-বর্ষায় ভরসা হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে তাঁর।





First Published: Wednesday, April 25, 2012, 23:47


comments powered by Disqus