Last Updated: Friday, July 13, 2012, 17:54
চলতি মরসুমে ইস্টবেঙ্গল দলে তারকার ছড়াছড়ি। সব বিভাগেই একাধিক ভাল মানের ফুটবলার। ৩২জনের দল থেকে সেরা এগারো বাছা রীতিমত চ্যালেঞ্জ ট্রেভর জেমস মরগ্যানের সামনে। মরসুমের একেবারে শুরুতেই সেকথা মানছেন লাল-হলুদ কোচ।