বিয়ের ২২ গজে ফের উইকেট তুললেন ব্রেট লি

বিয়ের ২২ গজে ফের উইকেট তুললেন ব্রেট লি

বিয়ের ২২ গজে ফের উইকেট তুললেন ব্রেট লি প্রেমিকা লানা অ্যান্ডারসনকে বিয়ে করলেন প্রাক্তন অসি প্রেসার ব্রেট লি। গত ১ বছর ধরে লানার সঙ্গে সম্পর্ক ছিল লি-র। এই নিয়ে দ্বিতীয় বার বিয়ে করলেন লি।

গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের সিফোর্থে নিজের নতুন বাড়িতে ব্যক্তিগত পরিসরে লানাকে বিয়ে করেন ৩৭ বছরের ক্রিকেটার। এর আগে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০০৮ সালে বিচ্ছেদ। প্রথম স্ত্রীর সঙ্গে এক পুত্রসন্তান রয়েছে ব্রেটের।

গত বছর অগাস্ট মাসে নিউ সাউথ ওয়েলসের লিলিফিল্ডের লা মন্টেজে একটি ত্রাণ সংগ্রহের অনুষ্ঠান থেকে মিডিয়ার সামনে আসে লি ও অ্যান্ডারসনের সম্পর্ক। মিডিয়ার সামনে একসঙ্গে পোজ দিতে অস্বীকার করলেও তাঁদের হাত ধরা ও চুমু খাওয়ার ছবি প্রকাশিত হয় মিডিয়ায়। শোনা যাচ্ছে, গত বছরের শেষ দিকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাঁরা।

গত বছর পর্যন্ত নিয়মিত আইপিএলে খেললেও এই বছর কোনও দলেই জায়গা পাননি লি।

First Published: Tuesday, April 8, 2014, 20:18


comments powered by Disqus