Last Updated: Monday, March 4, 2013, 13:35
ওয়াসিম আক্রামের পরিবর্তে নাইট রাইডার্সের বোলিং পরামর্শদাতা হচ্ছেন ব্রেট লি। ওয়াসিম আক্রাম ব্যক্তিগত কারণে বোলিং পরামর্শদাতা থেকে সরে দাঁড়ানোর পর অসি পেসারকে এই পদে আনা হল। আইপিএলে ব্রেট লি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।