Last Updated: September 19, 2013 09:10

সমুখ সমরে ভাসুর-বৌমা। অভিনব এই ভোট যুদ্ধ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে। পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে উমানাথ মান্না দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। উল্টোদিকে সিপিআইএমের লড়াইটা ভোটের ময়দানে। যুযুধান ভাসুর-বউমা।
ডায়মন্ডহারবার পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের মান্না পরিবার বরাবরই বামপন্থী। সেই পরিবারেরই সেজো ছেলে উমানাথ মান্না দু হাজার আটে শিবির পাল্টে তৃণমূলে যোগ দেয়। জয়ীও হয়। এবার বৌমাকে দাঁড় করিয়ে ভাসুরের জয়ের পথে কাঁটা বিছোতে চাইছে সিপিআইএম। মান্না পরিবারেরই ছোট ছেলের বউ রীতা মান্নাকে প্রার্থী করেছে তারা। নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে লড়াই। পরিবারও কি কার্যত দুভাগ? মুখ দেখাদেখিও কি বন্ধ?
উমানাথবাবুর মা অবশ্য ছেলের প্রতি অভিমান চেপে রাখলেন না। জানালেন সমর্থন করবেন বউমাকেই।
ভোট ময়দানে আনকোরা রীতা মান্না বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন। তুলছেন, এলাকার নিকাশী সমস্যার কথা। প্রচারে বেরিয়ে উমানাথবাবু বলছেন, গত পাঁচ বছরে এলাকার উন্নতির কথা।
এগারো নম্বর ওয়ার্ডের অবশ্য রাজনীতির এসব কচকচানিতে মন নেই। তাঁরা তাকিয়ে রয়েছেন ভাসুর-বউমার লড়াই দেখবেন বলে।
First Published: Thursday, September 19, 2013, 09:10