Last Updated: Saturday, May 3, 2014, 21:38
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে বিতর্কের উত্তর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভাইপো হিসাবে নয়, অভিষেককে প্রার্থী করা হয়েছে দলের একজন যুব সদস্য হিসাবেই। এনিয়ে কেউ কেউ রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সোমেন মিত্র বেইমানি করেছেন, মানুষের জন্য কাজ করেননি। এবার লোকসভা নির্বাচনে বেশকিছু নবীন মুখকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদের মধ্যে রয়েছেন তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেককে প্রার্থী করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধীরা। শনিবার সরিষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় এর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।