Last Updated: July 3, 2014 13:54

চাঙ্গা বাজারে হঠাত বন্ধ হয়ে গেল বোম্বে স্টক এক্সচেঞ্চ। শেয়ার মার্কেটে ধস নেমে অথবা কয়েক হাজার পয়েন্ট বেড়ে স্টক এক্সচেঞ্জ ফ্রিজ হয়নি। নেটওয়ার্ক বিভ্রাটে বন্ধ হয়ে যায় বিএসসি। প্রায় তিন ঘন্টা মার্কেট বন্ধ থাকে।
বাজার খুলতেই যান্ত্রিক গোলযোগে বোম্বে স্টক এক্সচেঞ্চে কোনও পরিবর্তন ছিল না। বিএসসির অন্তর্গত শেয়ারগুলিতে কোনও ট্রেড করা যায় নি। তবে ন্যাশানাল স্টক এক্সচেঞ্চে স্বাভাবিক ট্রেড হওয়ায় শেয়ার মার্কেটে কোনও প্রভাব পড়েনি। বিএসসির নেটওয়ার্ক সার্ভিস প্রদানকারী কোম্পানি এইচসিএল এর সমস্যা সমাধান করে।
First Published: Thursday, July 3, 2014, 13:54