BSE down - Latest News on BSE down| Breaking News in Bengali on 24ghanta.com
হঠাত কয়েক ঘন্টা বন্ধ থাকল বোম্বে স্টক এক্সচেঞ্চ

হঠাত কয়েক ঘন্টা বন্ধ থাকল বোম্বে স্টক এক্সচেঞ্চ

Last Updated: Thursday, July 3, 2014, 13:54

চাঙ্গা বাজারে হঠাত বন্ধ হয়ে গেল বোম্বে স্টক এক্সচেঞ্চ। শেয়ার মার্কেটে ধস নেমে অথবা কয়েক হাজার পয়েন্ট বেড়ে স্টক এক্সচেঞ্জ ফ্রিজ হয়নি। নেটওয়ার্ক বিভ্রাটে বন্ধ হয়ে যায় বিএসসি। প্রায় তিন ঘন্টা মার্কেট বন্ধ থাকে।