Last Updated: January 27, 2013 19:28

বক্তব্য রাখার কথা ছিল রেজ্জাক মোল্লার। কিন্তু আহত সিপিআইএম বিধায়ক হাসপাতালে ভর্তি। তাই সমাবেশে শোনান হল তাঁর মোবাইল বার্তা। বারুইপুর রাস মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশের প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্যের নিশানায় ছিল রাজ্য সরকার। কেন্দ্রের নানা নীতির কড়া সমালোচনা। ভর্তুকি দিয়ে রেশনে জিনিসপত্র দেওয়ার দাবি। আর সেই সূত্র ধরে তৃণমূলের সমালোচনা।
বর্তমান মুখ্যমন্ত্রীর নানা সাফল্যের দাবিকে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সরকারকে বিঁধলেন কখনও ফসলের দাম না পাওয়ার প্রসঙ্গ টেনে। কখনও আবার টেনে আনলেন শিল্পায়নের প্রসঙ্গ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল আইনশৃঙ্খলা, মহিলাদের সম্মাণ রক্ষায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গ। পঞ্চায়েত ভোটে বামেদের সমর্থনের ডাক দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায় আত্মসমালোচনার সুরও। বারুইপুরে জেলা বামফ্রন্টের সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই-এর রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, আরএসপি নেতা সুভাষ নস্কর।
রাজ্যে পাড়ায় পাড়ায় গুণ্ডামি চলছে। দাপিয়ে বেড়াচ্ছে প্রোমোটার এবং তোলাবাজরা। আইন-শৃঙ্খলা ইস্যুতে সরকারের সমালোচনা করতে গিয়ে এভাবেই আক্রমণ করলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। হামলা রুখতে সাধারণ মানুষকে পাড়ায় পাড়ায় ঐকবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির কারণে দেশে দারিদ্র এবং বেকারি, দুইই বাড়ছে। বারুইপুর রাস ময়দানের সমাবেশমঞ্চ থেকে আজ এই অভিযোগ করেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে পেট্রোপণ্য এবং সারের লাগাতার মূল্যবৃদ্ধির জন্য কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকে দায়ী করেছেন তিনি।
First Published: Sunday, January 27, 2013, 19:28