Last Updated: Sunday, January 27, 2013, 19:28
বক্তব্য রাখার কথা ছিল রেজ্জাক মোল্লার। কিন্তু আহত সিপিআইএম বিধায়ক হাসপাতালে ভর্তি। তাই সমাবেশে শোনান হল তাঁর মোবাইল বার্তা। বারুইপুর রাস মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশের প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্যের নিশানায় ছিল রাজ্য সরকার। কেন্দ্রের নানা নীতির কড়া সমালোচনা। ভর্তুকি দিয়ে রেশনে জিনিসপত্র দেওয়ার দাবি। আর সেই সূত্র ধরে তৃণমূলের সমালোচনা।