Last Updated: February 16, 2012 23:31

১৪ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ২৩ মার্চ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ১৬ মার্চ কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থ বরাদ্দের পরিমাণ দেখে নিয়েই বাজেট করতে চলেছে রাজ্য।
গত বছর মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল নতুন সরকার। প্রথাগত পদ্ধতি থেকে কিছুটা সরে গিয়েই বিধানসভায় বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই সেই অর্থে, কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোট সরকারের এটাই প্রথম বাজেট। ১৪ মার্চ থেকে শুরু হবে এবারের বাজেট অধিবেশন। এখনও পর্যন্ত ঠিক আছে ২৩ মার্চ বাজেট পেশ করা হবে। আর্থিক অনুদান নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র একাধিকবার কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নতুন আর্থিক বছরে, কেন্দ্র রাজ্যকে কতটা সাহায্য করবে তা ষোলোই মার্চের কেন্দ্রীয় বাজেটে স্পষ্ট হয়ে যাবে। কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ দেখে নিয়েই তৈরি হবে রাজ্য বাজেট। ক্ষমতায় আসার পর রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শেষপর্যন্ত, তিনি লক্ষ্যে পৌঁছতে পারলেন কিনা তাও স্পষ্ট হয়ে যাবে এবারের বাজেটেই। ফলে, প্রশাসনিক-রাজনৈতিক সব দিক থেকেই আসন্ন বাজেট অধিবেশনকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Thursday, February 16, 2012, 23:34