Last Updated: October 26, 2013 21:19

টানা বৃষ্টিতে পুরনো বাড়ির দেওয়াল ও সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আজ সকালে এ ঘটনা ঘটেছে পোস্তাবাজার এলাকায়। প্রায় ১২০ বছরের পুরনো ওই বাড়ির সিঁড়ির একাংশ এবং তিনতলার বারান্দা ভেঙে পড়ে।
ধ্বংসস্তূপ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে সঞ্জয় মণ্ডলের। গুরুতর আহত বাবা রামাশিস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। রামাশিস দীর্ঘদিন ওই বাড়ির রক্ষী হিসাবে কাজ করছিলেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়বাজার এলাকার বহু পুরনো বাড়ির অবস্থা বিপজ্জনক। অথচ পুরসভা শুধুমাত্র বিপজ্জনক বাড়ির তকমা লাগিয়েই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।
অন্ধ্রপ্রদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া সুন্দরবনে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় প্রবল বৃষ্টি চলছে। নিম্নচাপ ও ঘুর্ণাবর্তের জোড়া ফলায় আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
First Published: Saturday, October 26, 2013, 21:19