Last Updated: Tuesday, August 27, 2013, 10:46
একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। পার্ক সার্কাস, কুষ্ঠিয়া রোড, বালিগঞ্জ, পিকনিক গার্ডেন, সহ দক্ষিণ কলকাতার বেশকিছু এলাকা জলমগ্ন । জল জমেছে ইএম বাইপাসেও। উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, আর্মহাস্ট স্ট্রিট, ঠনঠনিয়া মত বেশ কয়েকটি এলাকাতেও জল।