Last Updated: October 10, 2012 21:45

চালকের তত্পরতায় বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল ৩সি/ওয়ান রুটের একটি বাস। ই এম বাইপাস লাগোয়া আনন্দপুর থেকে নাগেরবাজার যাচ্ছিল বাসটি। বাস ছাড়ার কিছুক্ষণে পরেই আনন্দপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার পাশেই ফুটপাতের একটি দোকানে ধাক্কা লাগে বাসের। এরপর একটি গাছে ধাক্কা মেরে থমকে যায় গাড়িটি। দুর্ঘটনায় দু`জন গুরুতর জখম হন।
আজ সকাল ১০ টায় বাইপাসের আনন্দপুর থেকে নাগেরবাজার রওনা দিয়েছিল থ্রি সি বাই ওয়ান রুটের বাসটি। আনন্দপুর ব্রিজ পেরোনোর পরেই দুর্ঘটনাটি ঘটে। সম্ভাবনা ছিল বড় দুর্ঘটনার। কিন্তু চালকের তত্পরতাতেই তা থেকে রক্ষা পান যাত্রীরা।
বাসে জনা ৩০ যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন স্কুল পড়ুয়া। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন এক অন্তসত্বা মহিলা ও বছর পনেরোর এক স্কুল ছাত্রী। আহতদের ভর্তি করা হয় বাইপাসের কাছেই একটি বেসরকারি হাসপাতালে। গুরুতর জখম দুজন ছাড়া প্রাথমিক চিকিত্সার পর বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয়। বাসের চালককে আটক করেছে তিলজলা থানার পুলিস।
First Published: Wednesday, October 10, 2012, 21:45