Last Updated: Wednesday, October 10, 2012, 21:45
চালকের তত্পরতায় বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল ৩সি/ওয়ান রুটের একটি বাস। ই এম বাইপাস লাগোয়া আনন্দপুর থেকে নাগেরবাজার যাচ্ছিল বাসটি। বাস ছাড়ার কিছুক্ষণে পরেই আনন্দপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার পাশেই ফুটপাতের একটি দোকানে ধাক্কা লাগে বাসের। এরপর একটি গাছে ধাক্কা মেরে থমকে যায় গাড়িটি। দুর্ঘটনায় দু`জন গুরুতর জখম হন।