পার্ক সার্কাসে বাস উল্টে মৃত্যু দুমাসের শিশুর

পার্ক সার্কাসে বাস উল্টে মৃত্যু দুমাসের শিশুর

পার্ক সার্কাসে বাস উল্টে মৃত্যু দুমাসের শিশুর---------------------------------------
বাস উল্টে মৃত্যু হল দুমাসের এক শিশুর। জখম হয়েছেন আরও ১৫ জন। ছজনের আঘাত গুরুতর। আজ সকালে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় WB 19 D 1184 নম্বরের বাসটি।

ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। আহতেরা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে তপসিয়া থানায় নিয়ে গেছে পুলিস। বাসের চালক পলাতক। বাসটি নিউটান থেকে পর্ণশ্রী যাচ্ছিল।

(বিস্তারিত খবর কিছু পরে)

First Published: Monday, February 10, 2014, 10:28


comments powered by Disqus