Park circus acciden - Latest News on Park circus acciden| Breaking News in Bengali on 24ghanta.com
পার্ক সার্কাসে বাস উল্টে মৃত্যু দুমাসের শিশুর

পার্ক সার্কাসে বাস উল্টে মৃত্যু দুমাসের শিশুর

Last Updated: Monday, February 10, 2014, 10:11

বাস উল্টে মৃত্যু হল দুমাসের এক শিশুর। জখম হয়েছেন আরও ১৫ জন। ছজনের আঘাত গুরুতর। আজ সকালে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় WB 19 D 1184 নম্বরের বাসটি।