Last Updated: October 9, 2012 19:55

চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল শারিক জামাল নামের এক স্কুল ছাত্রের। মধ্য কলকাতার লঙ লিয়াঙ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল শারিক। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
শরিকের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে স্টপেজে নামার আগেই বাস ছেড়ে দেওয়ার জন্যই বেসামাল হয়ে পড়ে যায় সে। বাসে করেই স্কুলে রোজ যাওয়া আসা করত শারিক জামাল। মঙ্গলবার এস এগারো রুটের একটি বাস থেকে নামার সময়ই ঘটে যায় দুর্ঘটনা। শারিকের স্কুল ব্যাগ আটকে যায় বাসের হাতলে। ছাত্রটি নামার আগেই ছেড়ে দেয় বাসটি। বেসামাল অবস্থায় পড়ে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে যায় শারিক।
গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় শারিককে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বাসের চালককে গ্রেফতার করেছে পুলিস। আটক করা হয়েছে বাসটিকেও।
First Published: Tuesday, October 9, 2012, 19:55