এখনই বাড়ছে না বাসভাড়া

এখনই বাড়ছে না বাসভাড়া

এখনই বাড়ছে না বাসভাড়াবাস ভাড়া বাড়ানোর দাবি ফের খারিজ করে দিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজ বাসের ভাড়া ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ন্যূনতম ১০ টাকা করার দাবিতে পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাস মালিকেরা।

তবে আপাতত বাস ভাড়া বাড়ানোর দাবি খারিজ করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। উল্টোদিকে বাসভাড়া বাড়ানোর জন্য পরিবহণ দফতরকে আরও ১৫ দিন সময় দিয়েছেন বাস মালিকেরা। ভাড়া না বাড়লে ধাপে ধাপে রাস্তা থেকে সমস্ত বেসরকারি বাস প্রত্যাহারের হুমকি দিয়েছেন তারা।

First Published: Wednesday, July 3, 2013, 21:45


comments powered by Disqus