Last Updated: Wednesday, November 14, 2012, 20:39
বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দিতে ফের ভাড়া পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। মহাকরণ সূত্রে খবর, ভাইফোঁটার পরই বিষয়টি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপরই নতুন করে ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। প্রেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাস মালিকদের দাবি মেনে বাড়ানো হয়েছিল বাস ভাড়া। কিন্তু নতুন ভাড়া চালু হওয়ার পর থেকেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নতুন ভাড়ার ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে আগে চালু থাকা স্টেজের ধারনাকে।